টাঙ্গাইলে স্কুলছাত্রী ভাগ্নিকে ইভটিজিং করা এবং কুপ্রস্তাব দেয়ার অভিযোগে মামাকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম এ দন্ডাদেশ দেন। কারাদণ্ডপ্রাপ্ত রাজিবুল (২৮) সদর উপজেলার গালা ইউনিয়নের সদুল্যাপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, ওই স্কুলছাত্রীর মা তার ছোট ছেলের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় তার ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মেয়েকে নানা বাড়িতে রেখে যান। এ অবস্থায় ওই ছাত্রীর মামা তাকে বিভিন্ন সময় ইভটিজিং করতেন এবং কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। মেয়েটি হাসপাতালে এসে তার মাকে বিষয়টি জানায়।
পরে সাথে সাথেই ওই ছাত্রীর মা হাসপাতালে বসেই ৯৯৯ এ ফোন করে অভিযোগ করেন। এ সময় ফোনে তিনি জানান, আমার মেয়ে তার নানার বাড়িতে নিরাপত্তাহীনতায় ভুগছে। তার মামা কুপ্রস্তাব দিচ্ছে। যে কোন সময়ে আমার আপন ভাই আমার মেয়ের ক্ষতি করতে পারে বলে ৯৯৯ জানানো হয়।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ইভটিজিং করার অপরাধে অভিযুক্ত রাজিবুলকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
বিডি প্রতিদিন/আল আমীন