গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন দরিদ্র অসহায় ২০০টি পরিবারের মাঝে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১ টায় তার নিজ বাড়ী টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে সমাজ সেবক ও ব্যাবসায়ী মোঃ ইমরুল কায়েসের ব্যক্তিগত উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পাটগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্নাসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ