গাজীপুরের কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় শ্রমিক না পাওয়া অসহায় কৃষকের পাশে দাঁড়ালেন কালিয়াকৈর কৃষকদলের কর্মীরা। শুক্রবার উপজেলার শ্রীপুরে কৃষকদলের ৩০জনের একটি কর্মীবাহিনী নিয়ে আলম নামের এক কৃষকের ৩ বিঘা জমির পাকা ধান কেটে দেন। এসময় ধান কাটায় নেতৃত্ব প্রদান করেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও বোয়ালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ ভিপি ইব্রাহীম।
তিনি জানান, উপজেলার বিভিন্ন এলাকায় হাজার হাজার কৃষকের জমির বোর ধান পেকে রয়েছে। তারা শ্রমিকের অভাবে তাদের পাকা ধান কাটতে পারছেনা। দেশে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে বিভিন্ন এলাকায় লকডাউনের কারনে এক এলাকার লোক অন্য এলাকায় যাতায়াত বন্ধ করে দিয়েছে । এজন্য গাজীপুরের কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। কৃষকরা শ্রমিকের অভাবে তাদের জমিতে পাকা ধান কাটতে পারছেনা। কোন কৃষক তাদের ধান কাটতে না পাড়ায় যাতে তাদের খাদ্যের সংকট না দেখা দেয় এজন্য কৃষক দলের কর্মীরা এগিয়ে এসেছে।
বিডি প্রতিদিন/হিমেল