যশোরের কেশবপুরে নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানা গেছে।
জানা যায়, উপজেলার গোপসেনা গ্রামের শামীম (৩০) ও তার স্ত্রী রেনোকা বেগমের (২৪) লাশ তাদের ঘরে ঝুলতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। এই দম্পতির তিন বছরের একটি ছেলেসন্তান রয়েছে।
এলাকাবাসী জানায়, শামীম ও রেনোকার বাড়ি-ঘরের অবস্থা ভাল হলেও দেনায় জর্জরিত ছিলেন তারা।
একই ধরণের কথা বলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত। তিনি বলেন, পরিবারটি দেনায় জর্জরিত ছিল। সে কারণে তারা আত্মহত্যা করে থাকতে পারে বলে মনে করছি।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাটি আত্মহত্যা বলে মনে করছেন তিনিও।
তারপরও তদন্তের পর বিষয়টি আরও পরিষ্কারভাবে বোঝা যাবে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম