বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেস্টা, ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান প্রথম পর্যায়ে আখাউড়ার ৪০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছেন।
কানাডায় অবস্থানরত এই নেতার পক্ষে আজ শুক্রবার সকালে পৌর শহরের একটি মাদ্রাসা মাঠে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। ৪ কেজি চাল, এক কেজি পেয়াজ, ২কেজি আলু, এক লিটার তেল ও একটি সাবান দেয়া হয় প্রতি পরিবারকে।
এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার বিলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম তুরান, যুগ্ম সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খাদেম, কৃষকদল আহবায়ক শামীম ইকবাল, সাবেক ছাত্রদল নেতা মোবাশ্বির আহসান, আসসাদিক গালিব, শাওন, রনি প্রমুখ।
এর আগে গত ২১ এপ্রিল মুশফিকুর রহমান কসবা ও আখাউড়া উপজেলার চিকিৎসক এবং গণমাধ্যমকর্মীদের করোনা ভাইরাস সুরক্ষা সামগ্রী প্রদান করেন। পিপিই ছাড়াও মাস্ক ও হ্যান্ডগাভস প্রদান করা হয় দুই উপজেলার শতাধিক ডাক্তার ও গণমাধ্যমকর্মীকে।
কসবা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মামুনুর রশীদ ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মো রাশেদুর রহমানের হাতে দুই উপজেলার চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী তুলে দেন স্থানীয় নেতারা।
কসবায় দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো শরীফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আশরাফ আলী, সাধারন সম্পাদক আলমগীর হোসেন, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।
আখাউড়া উপজেলায় গণমাধ্যমকর্মীদের মাঝে পিপিই সহ অন্যান্য সুরক্ষা সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো বাহার মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম তুরান, কৃষকদলের আহবায়ক শামীম ইকবাল, স্বেচ্ছাসেবকদল নেতা মাহমুদুল হাসান, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোবাশ্বির আহসান, পৌর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আসাদিক গালিব, ছাত্রদল নেতা মাইদুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ