‘চারদিকে আজ নিরবতা-আঁধারে ঢেকেছে জনজীবন, এমন সময় আলোর প্রদীপ জ্বালালো ভিক্টোরি অব হিউম্যানটি অর্গানাইজেশন’- এ স্লোগানে কুমিল্লার লাকসামে মানবিক সহায়তা নিয়ে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠনের স্বেচ্ছাব্রতীরা। পবিত্র রমজান মাস উপলক্ষে আজ শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকার অতিদরিদ্র দেড় শতাধিক পরিবারে ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হয়।
বিতরণ কার্যক্রমে দায়িত্ব পালন করেন, সংগঠনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পী, সাধারণ সম্পাদক জহিরুল কাইয়ুম অনিক, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম সাকিব, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুজন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ইকবাল মাহমুদ, সমাজসেবা সম্পাদক ইমরান মাহমুদ, দপ্তর সম্পাদক মোহসিন আলম, সদস্য মামুন আহমেদ, রকিবুল হাসান শান্ত, জোবায়ের আহমেদ, রাকিব হোসেন, রাফি মাহমুদ, শাহাদাত হোসেন প্রমুখ।
জানা যায়, বর্তমান করোনা পরিস্থিতিতে লাকসামে সাড়া জাগানো মানবিক সংগঠন ভিক্টোরি অব হিউম্যানটি অর্গানাইজেশনের স্বেচ্ছাব্রতীরা বেশ তৎপর রয়েছেন। ইতোমধ্যে করোনা সচেতনায় লিফলেট ও মাস্ক বিতরণ, সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে দৌলতগঞ্জ বাজারে মার্কিং লেভেল স্থাপন, জীবাণুনাশক স্প্রে, শুকনো খাবার বিতরণ, ত্রাণ সামগ্রী বিতরণ, নিতান্ত দরিদ্র কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়াসহ বিভিন্ন জনকল্যাণমুলক কার্যক্রমে সংগঠনটি এলাকায় বেশ সুনাম অর্জন করে। জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে সর্বশেষ আজ শুক্রবার দেড় শতাধিক অতিদরিদ্র পরিবারে বিভিন্ন আইটেমের ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হয়।
সংগঠনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পি বলেন, ‘ভিক্টোরি অব হিউম্যানিটি মানবতার তরে, মানুষের প্রয়োজনে’ সর্বদা সোচ্চার। সংগঠনের সাথে সম্পৃক্ত স্বেচ্ছাব্রতী তরুণরা আনন্দ-উচ্ছ্বাসে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। চলমান করোনা পরিস্থিতিতে যে কোন সমস্যায় আমরা আছি মানুষের পাশে মানবিকতায়-আন্তরিক সহযোগিতায়।
বিডি প্রতিদিন/হিমেল