করোনাভাইরাসে তটস্থ গোটা বাংলাদেশ। অপরদিকে সোনালী ধানে ফসলের মাঠ ভরে উঠলেও রয়েছে ব্যাপক শ্রমিক সংকট। ভালুকায় এই সংকট কিছুটা কাটাতে হলেও কৃষকের পাশে দাঁড়িয়েছেন হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ।
ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি অনিক তালুকদারের নেতৃত্বে ২০ জন ছাত্রলীগের নেতা-কর্মী গত দুই দিনে ধরে উপজেলার সিডস্টোর এলাকার কৃষক ইদ্রিস আলীর ২ বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে। ধান কাটায় অংশগ্রহণ করেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা তৌহিদুর রহমান রাসেল, শাহ আলম শামীম, আহাম্মেদ ইসতিয়াক মোল্লা, শিহাব শাহরিয়ার, রজদাস বর্মণ সবুজ প্রমুখ।
উল্লেখ্য, হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি অনিক তালুকদার করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষকে খাদ্যসামগ্রী উপহার, বিনামূল্যে সবজি বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, মাস্ক বিতরণ, জীবানুনাশক স্প্রেসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন।
বিডি প্রতিদিন/আল আমীন