ভারতের পশ্চিমবঙ্গে আটকে পড়া পাসপোর্ট যাত্রীরা বিশেষ ব্যবস্থাপনায় বেনাপোল চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে আসছে। গত দুই সপ্তাহে এ পথে দেশে ফিরেছে ৯৯৩ জন পার্সপোট যাত্রী। এদের মধ্যে শিশুসহ পুরুষ যাত্রী ছিল ৬৭৩ ও নারী যাত্রী ৩২০ জন।তবে ৯৯৩ জনের মধ্যে ৩ জনের লাশ এসেছে। এরা চিকিৎসা নিতে গিয়ে ভারতে মৃত্যুবরণ করেছে বলে তাদের পরিবার সূত্রে জানা গেছে।
বেনাপোল চেকপোষ্টে প্রতিটি যাত্রীকে সতর্ককতার সাথে স্বাস্থ্য পরীক্ষার পর সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের তত্ত্বাবধায়নে ১৪ দিন তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারাইনটিনে রাখার জন্য বেনাপোল পৌরসভার কমিউনিটি সেন্টার ও ঝিকরগাছা গাজীর দরগাহ মাদ্রাসায় নিয়ে যাওয়া হচ্ছে। এর মধ্যে ১৪ দিন কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফিরে গেছে ১০১ জন। বর্তমানে হোম প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ৮৮৯ জন।
বেনাপোল ইমিগ্রেশনের কর্মরত ডাক্তার মুজিদ বলেন, ভারত ফেরতএখনো করোনা উপসর্গ কোন যাত্রীকে আমরা শনাক্ত করতে পারিনি। তবে এদের নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এ পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মধ্যে কাউকে করোনা আক্রান্ত বলে শনাক্ত করা যায়নি।
বিডি প্রতিদিন/হিমেল