কুমিল্লার লাকসামে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। শুক্রবার ওই বৃদ্ধের মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।
জানা যায়, গত ৩-৪ দিন আগে লাকসাম পৌরসভার মিশ্রী এলাকা থেকে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য বিভাগ ৬৫ বছর বয়সী অজ্ঞাত বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর আগে তিনি একেবারে হাড্ডিসার হয়ে যান। তবে তার শরীরে করোনার কোন উপসর্গ ছিল না। ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেছেন।
ওই বৃদ্ধ মৃত্যুর আগে অস্পষ্টভাবে জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী নিজের বাড়ি বললেও যোগাযোগ করেও সুনির্দিষ্ট কোন তথ্য না পাওয়ায় শুক্রবার দুপুর ২টায় শহরের পশ্চিমগাঁও মিয়াপাড়া কবরস্থানে বেওয়ারিশ হিসেবে মরদেহ দাফন করা হয়।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, বৃদ্ধের শরীরে করোনার কোন উপসর্গ ছিল না। এটি স্বাভাবিক মৃত্যু বলে তিনি জানান।
লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের বলেন, ওই বৃদ্ধের কোন পরিচয় নিশ্চিত না হওয়ায় বেওয়ারিশ হিসেবে কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল