দেশের অন্যতম শিল্প গ্রুপ স্কয়ারের সহযোগিতায় করোনা রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে পাবনা জেলা যুবলীগ। এ ছাড়া শুক্রবার সকালে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নে আরও এক হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু ও ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেন।
পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মতুর্জা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, শেখ রনি, গয়েশপুর ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাইসহ সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলা যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন