করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্রদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির পক্ষ থেকে দিনাজপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে খাদ্য সহায়তা দিয়েছেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু।
শুক্রবার চাল, ডাল, তেল, চিনি, সাবানসহ খাদ্যসামগ্রী পৌঁছে দেন দিনাজপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু।
এ সময় শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির খান, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল মুক্তি বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন