করোনাভাইরাসের কারণে থমকে গেছে সারা বিশ্ব। বাদ যায়নি বাংলাদেশেও। যার প্রভাবে বগুড়ায় চলছে লকডাউন। আর সেই কারণে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। অসহায় ও অসচ্ছল ও কর্মহীন পরিবারগুলো। খেটে-খাওয়া, দিনমজুর, অসহায় ও অসচ্ছল মানুষদের মাঝে মাহে রমজান উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী এবং রমজানের শুভেচ্ছা পৌঁছে দিলেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)।
শুক্রবার বগুড়ার কাহালু পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে নিজস্ব অর্থায়নে ইফতারী সামগ্রী ও খাদ্য সামগ্রী পৌঁছে দেন তিনি।
এছাড়াও তরুণ উপজেলা চেয়ারম্যান জীবনের ঝুঁকি নিয়ে করোনাভাইরাসে কর্মহীন ও সমাজের অসহায় মানুষদের মাঝে নিজস্ব অর্থায়নে এবং উপজেলা পরিষদের খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়ার ধারা অব্যাহত রেখেছেন।
বিডি প্রতিদিন/আরাফাত