পিরোজপুরে করোনাভাইরাসের কারণে কর্মহীন পরিবাবের শিশুদের জন্য উপহার সামগ্রী বিতরণ করেছে দি গ্রাজুয়েট ক্লাব পিরোজপুর নামের একটি সংগঠন।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী সাজ্জাদ হোসেন গ্রাজুয়েট ক্লাবের শিশু আহার বিতরণ নামে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
শুক্রবার সকালে শহরের রাজারহাট এলাকায় শতাধিক পরিবারের মধ্যে শিশু আহার বিতরণ করা হয়।
জানা যায়, করোনার কারণে পিরোজপুরে লকডাউন চলছে সাতদিন ধরে। ফলে কর্মহীন হয়ে পড়েছে শহরের মাঝারি ও নিম্ন আয়ের মানুষ। এসব কর্মহীন মানুষকে সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায় থেকে চাল ডাল খাদ্য সহায়তা দেয়া হয়েছে। কিন্ত এসব পরিবারের শিশুদের জন্য কোন খাদ্য সহায়তা দেয়া হয়নি। এছাড়া শহরের দোকান-পাট বন্ধ থাকায় শিশুদের খাদ্য নিয়ে সংকটে পড়েছে পরিবারগুলো। এসব কারণে দি গ্রাজুয়েট ক্লাব পিরোজপুর শিশুদের জন্য উপহার হিসেবে ‘শিশু আহার’ বিতরণের কার্যক্রম শুরু করেছে বলে জানান গ্রাজুয়েট ক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ।
তিনি আরও জানান, প্রাথমিক পর্যায় শতাধিক পরিবারে এ শিশু আহার বিতরণ করা হয়।
উপহার সামগ্রীর প্যাকেটে রয়েছে দুধ, চিনি, সুজি, নুডলস, বিস্কুট, হরলিক্স। এসব প্যাকেট পৌঁছে দেয়া হবে পরিবারের কাছে। সংগঠনের এ কার্যক্রম চলমান থাকবে। করোনার প্রভাবে মানুষ যতদিন কর্মহীন থাকবে ততদিন পর্যায়ক্রমে শিশু আহার বিতরণ করা হবে।
শিশু আহার বিতরণে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী সাজ্জাদ হোসেন, উদীচীর সাধারণ সম্পাদক খালিদ আবু, গ্রাজুয়েট ক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদসহ ক্লাবের কর্মকতারা।
বিডি প্রতিদিন/আরাফাত