প্রতিদিন কাজ না করলে তাদের খাবার জোটে না। তবুও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে ঘরে আছেন নাটোরের বড়াইগ্রামের মানুষ। তাই ব্যক্তিগত তহবিল থেকে তাদের খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
শুক্রবার বিকালে সামাজিক দূরত্ব বজায় রেখে, দল-মত-নির্বিশেষে বনপাড়া পৌরসভার সর্বমোট ৩০০ পরিবারকে এই সহায়তা প্রদান করেন তিনি।
সাধারণ জনগণের সুবিধা ও অসহায়দের ত্রাণ প্রাপ্তি নিশ্চিত করণে এস আর পাটোয়ারী এডুকেয়ার মাঠে এই খাদ্য বিতরণ করা হয়। খাদ্য সহায়তা বিতরণের পূর্বে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী উপস্থিত সকলকে করোনাভাইরাস বিষয়ে সতর্ক করেন এবং চলমান দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ক পরামর্শ দেন।
তিনি বলেন, আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত অসহায়দের জন্য ত্রাণ সহায়তা সুষ্ঠু বিতরণ এর লক্ষ্যে প্রণীত তালিকা, উপসহকারী কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ওয়ার্ড এর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ইউনিয়ন পরিষদ এছাড়াও যারা টাকা দিয়ে চাল কিনতে পারবেন তাদের রেশন কার্ড এবং যারা কিনতে পারবেন না তাদের সরকারের ত্রাণের খাদ্য প্রদানের আহ্বান জানান।
বিডি প্রতিদিন/আরাফাত