নরসিংদীতে আসন্ন রমজানে নিম্ন ও নিম্ন মধ্যবিত্তদের মধ্যে খাদ্র সঙ্কট দেখা দিয়েছে। পবিত্র রমজান উপলক্ষে এই সঙ্কট আরও তীব্র হয়। করোনাভাইরাসের দূর্যোগ মোকাবেলায় লকডাউনের ফলে এ সঙ্কট সৃষ্টি হয়েছে বলে জানায় ভুক্তভোগীরা। তাই হটলাইন ও ফোনে খাদ্য সহায়তা চেয়েছেন একাধিক পরিবার।
সঙ্কট ও দূর্যোগ মোকাবেলায় এমন ৪ শতাধিক পরিবারের পাশে দাঁড়িয়েছেন নরসিংদী জেলা যুবদল। নাম ঠিকানা গোপন রেখে ৪ শতাধিক মানুষের বাড়ি বাড়ি খ্যাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। জেলা যুবদলের উদ্যেগে দিনভর পৌর শহরের ব্রাক্ষন্দী, বীরপুর, গাবতলী, দাশপাড়া ও ঘোড়াদিয়া এলাকায় এসব খ্যাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তৈল, আলু, ছোলা বুট, বেগুন, শসা ইত্যাদি সামগ্রী দেয়া হয়।
জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদুৎ ও সাধারন সম্পাদক হাসানুজ্জামান সরকার হাসানের নেতৃত্বে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়। জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদুৎ বলেন, কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে সামাজিত দূরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়।
জেলা যুবদলের সাধারন সম্পাদক হাসানুজ্জামান সরকার হাসান বলেন, এসময় সবচেয়ে কষ্টে আছে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলো। সেই কথা মাথায় রেখে আমারা এই শ্রেনীর মানুষের ঘরে খাবার পৌঁছে দিচ্ছি।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ