করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এবার গাজীপুরের কাপাসিয়ায় একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মাওলানা নূরে আলম বলে জানা গেছে।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: ইসমত আরা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, উপজেলার সনমানিয়া এলাকার ডা: আবদুল আজিজের ছেলে মাওলানা নূরে আলম (৪৮) দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকাল রাতে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। ভোর রাতে তার মৃত্যু হয়। এলাকার কোন মানুষ এগিয়ে না আসায় কাপাসিয়া থেকে ইসলামিক ফাউন্ডেশনের তিন জন গিয়ে দাফন কার্যক্রম সম্পন্ন করে। স্বাস্থ্য বিভাগের লোকজন গিয়ে নূরে আলমের বাড়ির লোকজনের নমুনা সংগ্রহ করবে বলে জানান তিনি।
ইসলামিক ফাউন্ডেশন গাজীপুর জেলা সুপারভাইজার হারিছুল হক জানান, আমরা নূরে আলমের বাড়িতে গিয়ে গোসল করিয়ে দাফন সম্পন্ন করেছি। আমার সাথে ছিলো ইসলামিক ফাউন্ডেশন কাপাসিয়া উপজেলা মডেল কেয়ার টেকার আলী হোসেন ও সাধারণ কেয়ার টেকার জয়নাল আবেদীন।
সনমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন বলেন, নূরে আলম আগে থেকেই বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি একটি কওমি মাদরাসার শিক্ষক ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা