করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশজুড়ে কৃষি শ্রমিক সঙ্কট থাকায় দেশের বিভিন্ন অঞ্চলের ধান ও গম কাটাসহ মাড়াই করতে চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা বিভিন্ন জেলা যেতে পারবেন। এ জন্য তাদের কৃষি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি ও স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যায়ন পত্র লাগবে।
এরই ধারাবাহিকতায় জেলার ৩০০ ধানকাটা শ্রমিক অন্য জেলায় যাচ্ছেন। এর লক্ষে আজ শনিবার বেলা ১১টায় ধানকাটা শ্রমিকদের চাঁপাইনবাবগঞ্জ পিটিআই-এ স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
পুলিশ সুপার এ.এইচ.এম আব্দুর রকিব জানান, শ্রমিকদের শরীরের তাপমাত্রা ও ডায়াবেটিসহ পরীক্ষা করার পর পুলিশের ব্যবস্থাপনায় তাদেরকে বিভিন্ন জেলায় পাঠানো হবে।
এদিকে, জেলার নাচোল, ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলার ধান কাটা শ্রমিকরা নওগাঁ জেলায় যাবার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ