ব্যক্তিগত উদ্যোগে ৪শ কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা ও ওষুধ দিলেন মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা। শনিবার সকালে কার্যালয় প্রাঙ্গন থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে শতাধিক ব্যক্তির হাতে খাদ্যসামগ্রী ও ওষুধ তুলে দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান।
তালিকা অনুযায়ী অন্যদের বাড়িতে বাড়িতে এই খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতিজনকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল ও সাধারণ রোগের কিছু ওষুধ দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান জানান, করোনার কারণে কর্মহীন মানুষের কথা ভেবে তিনি তার কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারিদের অনুরোধ করেছিলেন আর্থিক সহযোগিতা করতে। তার আহবানে সাড়া দিয়ে ৯২ জন কর্মকর্তা-কর্মচারির সবাই কমবেশি সহযোগিতা করেছেন। তাদের সকলের সহায়তার পাওয়া ২ লাখ টাকা দিয়ে এই খাদ্যসামগ্রী ক্রয় করা হয়েছে।
অন্যদিকে মানিকগঞ্জ ডেভেলপার এসোসিয়েশন শহরের মালঞ্চ এলাকায় কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। আজ দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন ডেভেলপার এসোসিয়েশনের সভাপতি মাসুদুল কামরুল হক. সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, পরিচালক কামরুদ্দিন রেজা ও গোলাম সারোয়ার ডিটি ।
বিডি প্রতিদিন/আল আমীন