পবিত্র রমজান উপলক্ষ্যে কর্মহীন হয়ে পড়া নদীপাড়ের সুবিধাবঞ্চিতদের পাশে খাদ্যসামগ্রী নিয়ে দাঁড়ালেন নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন। হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের পুলিশ ফাঁড়িতে শনিবার সকালে নদীপাড়ের শতাধিক পরিবারের মধ্যে শারীরীক দূরত্ব মেনে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। নিত্যপ্রয়োজনীয় জিনিসের মধ্যে ছিলো চাল, আলু, ডাল, লবণ, তেল ও সাবান।
পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, করোনাভাইরাসের কারণে উপার্জন বন্ধ থাকায় নদীপাড়ের সীমান্তবর্তী অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের কাছে জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। ইতিমধ্য জেলা পুলিশের পক্ষে অসহায় বেদে, হিজড়া, প্রতিন্ধী, প্রবাসী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান পুলিশ সুপার।
বিডি প্রতিদিন/আল আমীন