যশোরের শার্শা উপজেলায় করোনা ভাইরাসে গৃহবন্দী কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তিনি তার নিজস্ব অর্থায়নে উপজেলায় ৭০০০ হাজার দুস্থ, অসহায়, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের জন্য চাল, ডাল, আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
সামাজিক দুরুত্ব বজায় রেখে প্রথমে আজ শনিবার উপজেলার শার্শা, কায়বা ও গোগাসহ ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে সকলের বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হয়।
খাদ্যসামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রী যুবদল নেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সাধারন সম্পাদক হাসান জহির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, রবিউল চেয়ারম্যান, সাহেব আলী, আসাদুজ্জামান সাগর, আক্তারুজ্জামান আক্তার, বিএনপি নেতা আতিকুজ্জামান সনি, সাংবাদিক নেতা মনিরুল ইসলাম মনি, যুবদলের নেতা শান্তি, মফিজুর রহমান বাবু, ছাত্র দলের নেতা সালাহউদ্দিন, প্রতিটা ইউনিয়ন বা ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ