টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের ৪টি গ্রামে প্রায় ২ হাজার দরিদ্র পরিবার এখনও ত্রাণ সহায়তা পায়নি। করোনার প্রভাবে শ্রমজীবী এইসব মানুষগুলোর দিন কাটছে অনাহারে আর অর্ধাহারে। এদের বেশিরভাগই জেলে, কাঠমিস্ক্রি, দিনমজুর ও ভ্যানচালক এবং সনাতন ধর্মের মানুষ।
জানা গেছে, দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের আবাদপুর, দড়িপাড়া, বারপাখিয়া ও গাছকুমুল্লীর হতদরিদ্র পরিবারে এখন কোন সরকারী ত্রাণ সহায়তা এসে পৌঁছেনি। এ পরিস্থিতিতে কি ভাবে তাদের সংসার চলবে তা নিয়ে তারা দুচিন্তায় দিন কাটাচ্ছেন দিন এনে দিন খাওয়া এসব পরিবার।
এলাসিন ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মোঃ বেলায়েত হোসেন জানান, নিম্ন আয়ের মানুষদের জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ আমরা পাচ্ছি তা সরকারী নীতিমালা অনুযায়ী বরাদ্দ করা হবে। যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন দেশে তিন বছরের খাবার মজুদ রয়েছে। কাজেই খাবারের কোন ঘাটতি হবে না। আপনারা একটু ধর্য্য ধারন করুন। হতদরিদ্র সকল শ্রেণি পেশার লোকদের সরকারী বরাদ্দ দেওয়া হবে। স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু আমাকে আশস্ত করেছেন পর্যাপ্ত সরকারী ররাদ্দ রয়েছে ত্রাণের কোন অভাব হবে না।
বিডি প্রতিদিন/হিমেল