করোনাভাইরাস সংক্রমণ রোধে মোংলাবন্দর কেন্দ্রীক সুন্দরবনের কোল ঘেষা পশুর নদীর পাড়ে গড়ে ওঠা দেশের অন্যতম বৃহৎ বানীশান্তা যৌন পল্লীটি গত ২৪ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণার পর থেকেই অর্ধাহারে-অনাহারে দিন কাটছে যৌন পল্লীর অন্তত প্রায় শতাধিক পরিবারের।
প্রত্যেক পরিবারে তিন থেকে সাত-আট জন সদস্য রয়েছেন। এ অবস্থায় তাদের মাঝে ত্রান-সাহায্য নিয়ে ছুটে আসেন বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত শিশু’।
আজ শনিবার সকালে শতাধিক পতিতাদের হাতে ত্রানের চাল, আটা, ছোলা, চিনি, তেল ও স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয়। ঢাকা থেকে আসা এ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রোগ্রাম কোয়ার্ডিনেটর তাসনুভা আনান তাদের হাতে ত্রানের এ সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, আলোকিত শিশুর মিডিয়া কর্মকর্তা হাফিজ উদ্দিন, জোন লিডার ইমদাদুল হক জাবির ও মোহাম্মদ তাহিদ।
নারী জাগরণী সংঘের সভানেত্রী রাজিয়া বলেন, ‘এখন পর্যন্ত সরকারি সহায়তায় প্রশাসন থেকে যা দেওয়া হয়েছে তা খুবই অপ্রতুল। এরই মধ্যে সরকারের দেওয়া ১০ কেজি চাল ও ৫০০ টাকা অনেকেরই শেষের পথে। এছাড়া অনেক পতিতাদের জমানো অর্থও শেষ হওয়ার পথে। এ অবস্থায় সরকারি সহয়াতার পাশাপাশি বেসরকারি সাহায্যের আবেদন জানান এই নেত্রী।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ