করোনাভাইরাসের কারণে লকডাউনের জন্য কর্মহীন, অসহায় ও দরিদ্র মানুষের বাড়িতে বাড়িতে বৃষ্টির মাঝে গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হয় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
সেনাবাহিনীর নিজস্ব খাদ্য ও রেশন হতে গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে এ সকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বলে জানান পেট্রোল কমান্ডার ও ১৪ বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন সাহাদৎ হোসেন সৌরভ।
যতদিন এই মহামারি করোনার প্রাদূর্ভাব থাকবে ততদিন এ ধারা অব্যহত থাকবে বলেও জানান এ সেনা কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ