গোপালগঞ্জে শহর ছাত্রলীগের উদ্যোগে সবজি বিতরণ কর্মসূচি শুরু করা হয়েছে। চলতি রমজান মাস ধরে তারা গোপালগঞ্জ জেলা শহর ও এর আশপাশের এলাকারে দুই হাজার কর্মহীন মানুষের মধ্যে সবজি বিতরন করবে বলে জানিয়েছে শহর ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম তারেক।
আজ শনিবার শহরের ব্যাংকপাড়া জুবিল্যান্ড রেঞ্জার্স চত্বরে ২০০ শ্রমজীবির মধ্যে বিভিন্ন প্রকার সবজি বিতরন করে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। বিভিন্ন সবজির মধ্যে রয়েছে লাউ, কুমড়া, উচ্ছে, কুশি, ঢেড়শ, পুইশাক ও কলমি শাক। সবজি বিতরন কর্মসূচীর উদ্বোধন করেন ডাঃ উর্মি হক।
এসময় সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল্লাহ রাজুসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবজি পাওয়া শ্রমজীবিরা শহর ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা অত্যন্ত খুশি। এই সবজিতে তাদের এক সপ্তাহ চলে যাবে। বাজার থেকে অধিক দাম দিয়ে তাদেরকে সবজি কিনতে হবে না।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ