কুষ্টিয়া ভেড়ামারায় করোনাভাইরাসে ঘরবন্দী ৭শ বেকার শ্রমিককে ধান কাটার জন্য নাটোরের চলনবিল এলাকায় পাঠানো হয়েছে। আজ শনিবার পর্যন্ত গত ৫ দিনে এসব শ্রমিককে লিখিত প্রত্যয়নপত্র দিয়েছে উপজেলা প্রশাসন। ধান কাটা শেষেও করোনা দুর্যোগ চললে বিশেষ ব্যবস্থায় ভেড়ামারায় নিয়ে আসা হবে তাদের।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ জানান, পদ্মা নদীর ওপারের জেলা নাটোরে ধান কাটা ও মাড়াইয়ের মৌসুম চলছে। শ্রমিক সংকটের কারণে সেখানকার চাষিরা ক্ষেত থেকে ধান ঘরে তুলতে পারছেন না। বর্ষা মৌসুমও আসন্ন। দ্রুত ধান কাটা না হলে হাজার-হাজার টন ধান খেতেই নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। অপরদিকে করোনা ভাইরাসে ঘরবন্দী ভেড়ামারা উপজেলার বিভিন্ন পেশার নিম্ন আয়ের মানুষ। তারা এই দুর্যোগে এখন বেকার সময় পার করছেন।
এ কারণে এখানকার শ্রমিকদের কর্মসংস্থান ও নাটোরের ধান কাটা শ্রমিক সংকট কাটাতে সেখানে শ্রমিক পাঠাতে উদ্যোগ নেওয়া হয়।
বিডি প্রতিদিন/হিমেল