করোনার কারণে কর্মজীবী মানুষ এখন কর্মহীন হয়ে পড়েছে। বেশি সমস্যায় পড়েছেন মধ্যবিত্ত পরিবারগুলো। করোনার প্রভাবে সবকিছু বন্ধ থাকায় সরকার, রাজনৈতিক নেতা ও ব্যক্তিগত উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেও পাচ্ছেন না মধ্যবিত্তরা।
এমন পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.)-এমপি মধ্যবিত্তদের পাশে দাঁড়িয়েছেন। শনিবার ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে পবিত্র মাহে রমজানুল মোবারকে প্রথম সেহেরীর পূর্ব মুুহূর্তে ২৮২ নিস্ব মধ্যবিত্ত পরিবারের মাঝে কঠোর গোপনীয়তায় খাদ্য ও ইফতার উপহার পৌঁছে দিয়েছেন ক্যাপ্টেন তাজ।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি নিজস্ব অর্থায়নে পুরো রমজান মাস জুড়ে হটলাইনে এসএমএস করা ব্যক্তিদের চাহিদা যাচাই-বাছাই পূর্বক এই কার্যক্রম অব্যাহত থাকবে। সর্বোচ্চ গোপনীয় তালিকার ভিত্তিতে মধ্যবিত্তের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের একটি বিশেষ টিম।
বিডি প্রতিদিন/হিমেল