বগুড়া জেলা বিএনপি'র আহবায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজের পক্ষ থেকে বগুড়ায় বসবাসকারী অর্ধশত হিজড়াদের মাঝে এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে সরকারী আজিজুল হক কলেজ নতুন ভবন ক্যাম্পাসে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন এমপি সিরাজের ব্যক্তিগত সহকারী আব্দুল আজিজ ও সাইদুল ইসলাম।
মোট ২৫ কেজি ওজনের প্যাকেটে খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, লবন, আলু ইত্যাদি। এসময় ৫০জন হিজড়ার মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ