নেত্রকোনার দূর্গাপুরে অসহায় মানুষ ও প্রবীণদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে ছাত্রলীগ। সম্প্রতি নেত্রকোনার দূর্গাপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন স্বর্না ও ইডেন মহিলা কলেজের যুগ্ম আহ্বায়ক জারিন তাসনিম পূর্ণীর সার্বিক তত্ত্বাবধানে এবং দূর্গাপুর উপজেলা ছাত্রলীগের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপজেলা ছাত্রলীগের দফতর সম্পাদক আনিসুল জামান রনি, সৌরভসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাবিনা ইয়াসমিন স্বর্ণা বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় করোনাভাইরাস প্রতিরোধে অসহায়, দুস্থ প্রবীণদের পাশে দাঁড়িয়ে বেশ কয়েকটি ইউনিয়নে বিনামূল্যে ওষুধসামগ্রী বিতরণ করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ২০০ জন অসহায় প্রবীণকে বিনামূল্যে ওষুধ বিতরণ করেছি।
জারিন তাননিম পূর্ণী বলেন, ‘করোনাভাইরাসের এই সময়ে অসহায় প্রবীণগণ সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে আছেন। তাদের কথা বিবেচনা করেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। সবার সহযোগিতায় এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম