করোনাভাইরাস পরিস্থিতি যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় কৃৃষকেরা পড়ছেন বিপাকে। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে নিরাপদ দূরত্ব বজায় রেখে অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে সুবর্ণচর উপজেলা ছাত্রলীগ। এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও এগিয়ে আসছেন অসহায়দের সহায়তায়।
শনিবার সকাল ১১টায় সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৬ এবং ৩ ওয়ার্ডের কৃৃষক জাফর, কামাল, আলা উদ্দিন, আব্দুল মতিনের প্রায় ৫ একর জমির ধান কেটে দেন সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী।
সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আমির খসরু মাহমুদের নেতৃত্বে ধান কাটায় অংশ নেন চরক্লার্ক ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাসার, চরজব্বার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক ফজলু, চরজব্বার ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইয়াছিন আরাফাত, চর আমান উল্লাহ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মঞ্জু, চরজব্বার ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি আজগর উদ্দিনসহ দলীয় শতাধিক নেতাকর্মী।
এ বিষয়ে সুবর্ণচর উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আমির খসরু মাহমুদ বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং নোয়াখালী ৪ সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এমপির পরামর্শে নিরাপদ দূরত্ব বজায় রেখে সুবর্ণচরে বিনামূল্য অসহায় কৃষকের ধান কেটে দেয়া হয়েছে। ছাত্রলীগের এমন মহৎ উদ্যোগে কৃষকেরা খুশি হয়েছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম