করোনা পরিস্থিতিতে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার পাঁচ হাজারের বেশি হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম। শনিবার সকালে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা বাগেরহাট পৌর বিএনপি সভাপতি শেখ শাহেদ আলী রবি, বিএনপি নেতা কাজী সেলিম, গোলাম মোস্তফাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম জানান, করোনায় কর্মহীন হয়ে পড়া বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার পাঁচ হাজারের বেশি হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে আমি ব্যক্তিগত অর্থায়নে এক সপ্তাহের খাদ্য সহায়তা দিয়েছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আল আমীন