করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত কর্মহীন অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন সাতক্ষীরার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)’র ৯১ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা।
পবিত্র রমজানের প্রথমদিনে আজ শনিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা তুফান কোম্পানি মোড়ে মোবাইল প্লাসের সামনে দুস্থ অসহায় এক হাজার পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান।
এসময় অন্যদের মধ্যে ছিলেন, এসএসসি’র ৯১ ব্যাচের সাতক্ষীরার আহ্বায়ক মীর তাজুল ইসলাম রিপন, দৈনিক পত্রদুতের ভারপ্রাপ্ত সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি, সংগঠনের সদস্য শেখ মুশফিকুর রহমান মিলটন, আল মাহমুদ মন্টু, মো. জুলফিকার আলী, আমিনুল ইসলাম লেলিন, মীর মহাসিন আলী, মাসুম বিল্লাহ শাহীন, কাজী সুবির হাসান, ফারুকুজ্জামান ডেভিট প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম