খুলনার কয়রায় ধানের বাম্পার ফলন হলেও শ্রমিকের অভাবে সেই ধান কাটতে পারছে না কৃষকরা। ঝড়-বৃষ্টি শুরু হলে করোনা পরিস্থিতিতে আরো দুর্ভোগে পড়বেন কৃষকরা। এ কারণে পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। কৃষকের মুখে হাসি ফুটাতে স্থানীয় সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুর নির্দেশনায় এ উদ্যোগ নিয়েছে উপজেলা ছাত্রলীগ।
জানা যায়, কয়রা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকুর নেতৃত্বে শনিবার সকাল থেকে উত্তর বেদকাশি ইউনিয়নে কৃষকের জমির ধান কেটে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে ওই ধান কৃষকের ঘরে পৌঁছে দেওয়া হয়। ধান কাটায় অংশ নেয় ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম, আমিনুল হক বাদল, মাসুদ রানা শেফার, বিল্লাল, রিজভী, শান্ত, বিল্লু, মফিজুল, জুবায়ের, কাজল।
এদিকে করোনা দুর্যোগের মধ্যে বিনা পারিশ্রমিকে ধান কেটে দেওয়ায় খুশি কৃষকরা। কৃষক শফিকুল ইসলাম জানান, করোনার কারণে কাজকর্ম বন্ধ হয়ে গেছে। লকডাউনের কারণে শ্রমিক পাওয়া যাচ্ছিল না। এ অবস্থায় ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে দেওয়ায় কৃষকরা উপকৃত হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন