গাইবান্ধা সদরের পুরাতন বাজারে বেশি দামে আদা বিক্রির দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে গাইবান্ধা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সংস্থাটির জেলা সহকারী পরিচালক আব্দুস ছালাম বলেন, আজ পুরাতন বাজারে পরিচালিত অভিযানে অতিরিক্ত দামে আদা বিক্রির দায়ে ‘হাবিব ভান্ডার’কে ২০ হাজার টাকা ও ‘ভাই ভাই বাণিজ্যালয়’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি জানান, বাজারে আদার কোন সংকট নেই। অসাধু ব্যবসায়িরা যেন দাম বাড়িয়ে জনসাধারণকে বিপাকে ফেলতে না পারেন সেকারণে অভিযান পরিচালনা করা হচ্ছে যা অব্যাহত থাকবে। এই অভিযানে সহযোগিতা করেন র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প।
বিডি প্রতিদিন/হিমেল