কুমিল্লার লাকসামে শিক্ষকের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি আবদুস সালামকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার তাকে গ্রেফতার করে লাকসাম থানা পুলিশ।
গ্রেফতার পল্লী চিকিৎসক আবদুস সালাম উপজেলার আজগরা ইউনিয়নের সুখতলা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে।
লাকসাম থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল (বুধবার) রাতে আজগরা ইউনিয়নের সুখতলা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে আনোয়ার উল্লাহ চট্টগ্রাম থেকে নিজ বাড়িতে আসেন।
তিনি হোম কোয়ারেন্টাইনে না থেকে প্রকাশ্যে এলাকার বিভিন্ন দোকানপাট ও লোকালয়ে ঘুরাফিরা করেন। এতে একই গ্রামের আজগরা হাজী আলতাফ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক ওমর ফারুক তাকে অবাধে ঘোরাফেরা করতে নিষেধ করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন।
ওই ঘটনাকে কেন্দ্র করে মো. আনোয়ার উল্লাহর ভাই পল্লী চিকিৎসক আবদুস সালামসহ পরিবারের অন্যান্য লোকজন তাদের পারিবারিক মর্যাদা ক্ষুন্ন হয়েছে দাবি করে শিক্ষক ওমর ফারুকের ওপর হামলা চালায়। এই ঘটনায় ওই শিক্ষক লাকসাম থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে ওই শিক্ষকের ওপর হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও নিন্দার ঝড় ওঠে। অবশেষে লাকসাম থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত এজাহারনামীয় প্রধান আসামি আবদুস সালামকে গ্রেফতার করে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম