নাটোরে সদর উপজেলার ঈমাম মোয়াজ্জিন ও খাদেমদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিদের্শনায় জেলা প্রশাসন নাটোরের পক্ষ থেকে সদর উপজেলার সকল মসজিদের ইমাম, মোয়াজিন ও খাদেমদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী। আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ।
পবিত্র রমজানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় এ সকল ত্রাণসামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয় বলে জানান জেলা প্রশাসক।
বিডি প্রতিদিন/এনায়েত করিম