নাটোরে শনিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তি শনাক্ত হননি। সেই হিসাবে নাটোর জেলাকে বাংলাদেশে করোনামুক্ত জেলা হিসেবেই জানে স্বাস্থ্য বিভাগ। তবে বিপত্তি বাধে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রকাশিত আক্রান্তদের তালিকা নিয়ে। বৃহস্পতিবার প্রকাশিত ওই তালিকায় নাটোরে একজন শনাক্ত বলে উল্লেখ করা হয়।
জেলায় করোনাভাইরাস সংক্রমণের রোগী শনাক্ত না হওয়ায় তালিকাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানাজন উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করতে থাকেন। কিন্তু কেউ কোনোভাবে আক্রান্ত ব্যক্তির বিষয়ে তথ্য পাচ্ছিলেন না। পরে শনিবার সংশোধিত তালিকায় নাটোরের নাম বাদ দিয়ে করোনা আক্রান্ত জেলার তালিকা প্রকাশ করে আইইডিসিআর।
অবশেষে জানা গেল আক্রান্ত ব্যক্তি নাটোর জেলার, তবে থাকেন ঢাকায় এবং সেখানেই আক্রান্ত হয়েছে। আইইডিসিআর নাটোর স্বাস্থ্য বিভাগকে জানায়, তাঁরা যে রোগীর কথা উল্লেখ করেছেন, তিনি ঢাকার তেজগাঁওয়ের একটি হাসপাতালের ক্যানটিনে কাজ করতেন। আক্রান্ত হয়ে সেখানে তিনি আইসোলেশনে আছেন। তাঁর বাড়ি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলায়। নমুনা সংগ্রহের সময় তিনি নাটোরের ঠিকানা দেওয়ায় এই বিভ্রান্তি হয়েছে।
আক্রান্ত ব্যক্তির ভাই জানান, তাঁর ভাই দীর্ঘদিন ধরে ঢাকায় থাকেন।। অসুস্থতার খবর শুনলেও তাঁরা কেউ বাড়ি থেকে ঢাকায় যাননি।
নাটোরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, করোনায় আক্রান্ত যুবকের বাড়ি বাগাতিপাড়া উপজেলায়। সে হোটেল বয় হিসাবে দীর্ঘদিন ধরে ঢাকায় কাজ করতো। নাটোরে তার কোন যাতায়াতও ছিল না। সম্প্রতি ঢাকায় আইইডিসিআরে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে সেখানেই তার করোনা পজেটিভ হয়।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, আমরা ঢাকার আইইডিসিআরে যোগাযোগ করে জেনেছি, আক্রান্ত যুবক ঢাকাতেই আক্রান্ত হয়েছে। সে ভর্তি হওয়ার সময় স্থায়ী ঠিকানা হিসেবে নাটোরের বাগাতিপাড়া ব্যবহার করেছে। যার কারণে আইইডিসিআর করোনা শনাক্তের জায়গায় নাটোরের নাম উল্লেখ করেছিল। পরে তা সংশোধন করা হয়। নাটোর জেলায় এখন পর্যন্ত কোন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার