রংপুরের পাগলাপীর এলাকায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আজ রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাগলাপীর এলাকায় একটি ট্রাকের সামনের চাকা বিস্ফোরিত হয়। এ সময় ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুটি অটোরিকশাকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/ফারজানা