চাঁপাইনবাবগঞ্জে রমজানের প্রথম দিন থেকে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম। প্রতিটি পণ্যের দাম বেড়েছে দেড় থেকে দুই গুণ। সঠিক বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় মাত্র কয়েকদিনের ব্যবধানে পণ্যের দাম বেড়েছে বলে মনে করছেন ক্রেতা সাধারণ।
১০ টাকা কেজির বেগুন বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। এছাড়া ২০ টাকার পটল বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। ১০ টাকা কেজির শসা বিক্রি হচ্ছে ২০ টাকা দরে। কলাতেই বেড়েছে কেজি প্রতি ১৫টাকা থেকে ২০ টাকা। ১০ টাকার লাউ বিক্রি হচ্ছে ৩০ টাকায়, ৫ টাকার পুঁইশাক বিক্রি হচ্ছে ১৫ টাকায়। একই অবস্থা মসলার বাজারেও।
রবিবার শহরের পুরাতন বাজার ঘুরে দেখা গেছে, ২০ টাকা কেজি’র পিয়াজ বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি দরে। ৬০ টাকার রসুন বিক্রি হচ্ছে ১২০ টাকায়, ১’শ টাকার আদা বিক্রি হচ্ছে ২৬০ টাকা কেজি দরে। এছাড়া মসুর ডালের দাম বেড়েছে প্রতি কেজিতে ৪০ টাকা, ৮০ টাকার কলাই ডাল বিক্রি হচ্ছে ১৩০ টাকা দরে, ৭০ টাকার মটর ডাল বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে। চিনির দর বেড়েছে কেজিতে ৫ থেকে ৮ টাকা। মুরগিরও দাম বেড়েছে কেজি প্রতি ২০ টাকা। ২৮০ টাকার দেশি মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ টাকা কেজি দরে, পাকিস্তানি সোনালী মুরগীর দাম ছিল ১৬০ টাকা কেজি, কিন্তু রমজানের প্রথম দিনেই কেজি প্রতি দাম বাড়িয়ে দেয়া হয়েছে ২০ টাকা থেকে ২৫ টাকা। ৯০ টাকা কেজি বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৩০ টাকা দরে।
মাছের দাম বেড়েছে কেজি প্রতি ৫০ থেকে ১’শ টাকা। খাসির মাংস আগের দাম ৭’শ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। তবে বেড়েছে গরুর মাংসের দাম। ৫’শ টাকা কেজির মাংস বিক্রি হচ্ছে সাড়ে ৫’শ টাকা কেজি দরে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ