বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সংকটাপন্ন দুস্থ পরিবারের মাঝে ব্যক্তি উদ্যোগে খাদ্য সহায়তা দিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ।
রবিবার সকালে তার নিজ এলাকা মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা গ্রামের ৩ শত কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে। কর্মহীন এসব ব্যক্তির হাতে এই খাদ্য সহায়তা তুলে দেন মানিকগঞ্জ জেলা আনসার কামনড্যান্ট শুভ্র চৌধুরী, সহকারী কমান্ডার এস এম রায়হান হেলাল এবং তাঁর পরিবারের সদস্য কাজী সাখাওয়াত।
এছাড়া, জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের পক্ষ থেকে মানিকগঞ্জ সদর উপজেলার ৩ শত গ্রাম প্রতিরক্ষা সদস্যর মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রত্যেককে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল ১কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ১টি সাবান ও মাস্ক দেওয়া হয়েছে। প্রতি উপজেলায় ৩ শত করে জেলার মোট ২ হাজার ১শত গ্রাম প্রতিরক্ষা সদস্যের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানান জেলা আনসার কামনড্যান্ট শুভ্র চৌধুরী।
বিডি প্রতিদিন/হিমেল