পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনার কয়রা ও পাইকগাছা উপজেলার ইমাম-মুয়াজ্জিনদের খাদ্যসামগ্রী দিয়েছেন সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু।
গত দু’দিনে পাইকগাছা হরিঢালী ইউপি কার্যালয় ও কপিলমুনি প্রেসক্লাব মিলনায়তনে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নিম্নবিত্তদের পাশাপাশি মধ্যবিত্ত মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছানো হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, স্থানীয় আওয়ামী লীগ নেতা আনন্দ মোহন বিশ্বাস, যুগোল কিশোর দে, ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, আবু জাফর সিদ্দিকী, আফসার আলী, কাজল কান্তি বিশ্বাস, আব্দুর রাজ্জাক রাজু, আজিজুল হাকিম, সালাউদ্দিন কাদের, রায়হান পারভেজ রনি। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আশরাফ হোসাইন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ