৩৩৩-এ ফোন করলেই খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে নেত্রকোনা জেলা প্রশাসন। প্রতিদিন নেত্রকোনার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় কয়েকশত নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের কাছ থেকে ফোন আসছে জেলা প্রশাসনের হটলাইন ও ৩৩৩ নাম্বারে।
খাদ্য সহায়তা চাওয়ার অল্প সময়ের মধ্যেই জেলা প্রশাসনের বিশেষ টিম পৌঁছে দিচ্ছে ত্রাণ সহায়তা। ঘরে বসে ত্রাণ পাওয়ায় খুশি উপকারভোগীরা। সেইসাথে বিভিন্ন দপ্তর থেকেও খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন কর্মকর্তারা।
জেলা ত্রাণ সমন্বয়ক জেলা প্রশাসক মঈনউল ইসলাম জানান, মূলত যাদের লাইনে দাঁড়িয়ে ত্রাণ নেয়া সম্ভব হচ্ছে না এমন পরিবারের কাছ থেকে প্রতিদিন প্রায় শতাধিক ফোন আসছে। ফোন পাওয়ার সাথে সাথেই তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে।
তবে অনেকেই কৌতূহলবশত ফোন দেয়ায় কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ফারজানা