ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। লক্ষ্মীপুরের রায়পুরে চলতি মৌসুমে আগাম জাতের বোরো ধান কাটা শুরু হয়েছে। ধানের বাম্পার ফলন হলেও করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে পড়েছেন চাষিরা। সময় মতো ধান কাটা নিয়ে যখন তারা চিন্তিত, ঠিক সেই সময়ে জেলা ছাত্রলীগের নির্দেশে কৃষকের পাশে দাঁড়িয়েছেন রায়পুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিয়েছেন।
রবিবার সকালের দিকে উপজেলার বামনী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কাঞ্চনপুর বিলে চাষি নুরুল হুদার ৩৬ শতাংশ জমির বোরো ধান কেটে দেওয়া হয়। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পাপেল মাহমুদের নেতৃত্বে পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ, উত্তর চর আবাবিল ইউনিয়ন আহবায়ক মো. সিরাজ রানা, দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন আহবায়ক মিল্লাত হোসাইন, সোনাপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মহি উদ্দিনসহ ২০ জন নেতাকর্মী ধান কাটায় অংশ নেন। ধান কেটে আঁটি বেঁধে তা কৃষকের বাড়িতে পৌঁছে দেন।
বিডি প্রতিদিন/আল আমীন