বগুড়া জেলায় আত্মসমর্পণকারী ১৫ জন চরমপন্থীকে প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। ২০১৯ সালে সরকারের আহবানে সাড়া দিয়ে এসব চরমপন্থী স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন। বগুড়ার জেলা পুলিশের ব্যবস্থাপনায় রবিবার বেলা ১২টায় আত্মসমর্পণকারীদের মধ্যে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়।
পুলিশ লাইন্স অডিটোরিয়ামে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনু, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল জলিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, সদর থানার ওসি এসএম বদিউজ্জামান উপস্থিত ছিলেন।
বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা তাদের স্বাভাবিক জীবনে থেকে দেশের উন্নয়নে অবদান রাখতে আহবান জানান।
বিডি প্রতিদিন/আল আমীন