টাঙ্গাইলের মির্জাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় তিন টন হিসাব বহির্ভূত অবিক্রিত চাল ও বিপুল পরিমাণ টিসিবির পণ্যসহ র্যাবের হাতে আটক ডিলার আবুল বাসারকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আটককৃত ডিলার আবুল বাসারকে এক লাখ টাকা জরিমানা ও তার ডিলারশিপ বাতিল করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক র্যাব-১২ কোম্পানি কমান্ডার মেজর নাঈমের নেতৃত্বে উপজেলার পাকুল্যা বাজারে ডিলারে গুদামের পেছনে অপর একটি গুদাম থেকে মালামালসহ তাকে আটক করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনুল ইসলাম ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাব্বির আহমেদ।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক র্যাবের কোম্পানি কমান্ডার মেজর নাঈম জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন মির্জাপুর উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ও টাঙ্গাইল সদরের টিসিবির ডিলার আবুল বাসার খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল ও টিসিবির পণ্য সাধারণ মানুষের কাছে বিক্রি না করেও বিক্রি দেখিয়ে গুদামে স্টক করে রেখেছে। পরে সন্ধ্যায় অভিযান চালিয়ে পাকুল্যা বাজারে তার গুদামের পেছনে অপর একটি গুদাম থেকে ২ হাজার ৬৩০ কেজি অবিক্রিত চাল ও টিসিবির বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়। এ অপরাধে তাৎক্ষণিক তাকে এক লাখ টাকা জরিমানা ও তার ডিলারশিপ বাতিল করা হয়েছে।
এছাড়া মির্জাপুর থানার পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মির্জাপুর থানায় নিয়মিত মামলার দায়ের করেছে বলে জানা গেছে।
এ ব্যাপারে মির্জাপুর থানা পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডিলারকে আটকের পর পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করেছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে রবিবার টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/কালাম