ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পেঁপে গাছ কাটাকে কেন্দ্র করে ভাইয়ের সাথে ঝগড়া করে সুচন্দা দাস (১৫) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার সকাল ১০টার সময় উপজেলা সদরের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত সুচন্দা দাস হরেন্দ্র দাসের মেয়ে। পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শনিবার ২৫ এপ্রিল রাতে একটি ফুল গাছ নিয়ে সুচন্দ্রা দাস ও ধনঞ্জয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সুচন্দা ধনঞ্জয়ের একটি ফুল গাছ দা দিয়ে কেটে ফেলে। বিষয়টি নিয়ে পারিবারিক ভাবে দুপক্ষের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার পর ধনঞ্জয় সুচন্দার একটি পেঁপে গাছ কেটে ফেলে। বিষয়টি ভালো ভাবে নিতে পারেনি সুচন্দা। আজ সকাল সাড়ে ১০ টার সময় সুচন্দা রান্না ঘরে বাঁশের সাথে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সুচন্দ্র দাস ও ধনঞ্জয় জেঠাতো ভাই।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি পশ্চিম পাড়ায় একজন কিশোরী আত্মহত্যা করেছে। কি কারণে আত্মহত্যা করেছে সেটা জানতে পারিনি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এখন পর্যন্ত থানায় কেউ মামলা করেনি।
বিডি প্রতিদিন/হিমেল