পটুয়াখালীর বাউফলে ঘুমন্ত অবস্থায় তিন সহোদরের উপরে দুর্বৃত্তদের হামলায় ১ জন নিহত হয়েছে। বাকি দুজন গুরুতরভাবে আহত হয়েছে। তাদেরকে মূর্মুষু অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কালিশুরী ইউপির শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, শবেবরাতের দিন কম্বল রৌদ্র দেওয়াকে কেন্দ্র করে দিনারের স্ত্রী রেশমা ও ইমরানের মা শাহিদা বেগমের সাথে ঝগড়া হয়। ওই ঘটনার জের ধরে ইমরান হোসেন শনিবার গভীর রাতে ঘরে ঢুকে রেশমার দেবর ও মৃত নুর ইসলামের ছেলে রেদোয়ান (২০), আবদুল্লাহ (১৬) ও ফয়সালকে (১২) ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে রেদোয়ান ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার সময় বড় ভাই দিনার বাড়িতে ছিলেন না। নিহত রেদোয়ান কালিশুরী ডিগ্রি কলেজ, আবদুল্লাহ কালিশুরী এসএ ইন্সটিটিউসনের নবম শ্রেণির এবং ফয়সাল একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ।
সহকারী পুলিশ সুপার ফারুক হোসেন জানান, এ ঘটনার সাথে জড়িত ইমরানের মা অভিযুক্ত শাহিদা বেগমকে আটক করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিল।
বিডি প্রতিদিন/কালাম