করোনা সঙ্কট মোকাবিলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ ১৩২ জন আসামির তালিকা করে সাজা মওকুফের সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করেছে।
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের কারণে সারাদেশে অপেক্ষাকৃত কম সাজাপ্রাপ্ত এবং আর খুব বেশি দিন সাজা বাকি নেই এমন আসামিদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজা মওকুফ করে মুক্তি দেয়ার উদ্যোগ নেয়ার পরিপ্রেক্ষিতে এই সুপারিশ করা হয়েছে। তবে মাসখানেক আগে এই তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হলেও এখন পর্যন্ত কোন নির্দেশনা আসেনি জেলা কারাগার কর্তৃপক্ষের কাছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার মোঃ ইসমাইল হোসেন জানাান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ১৩২ জনের যে তালিকা পাঠানো হয়েছে তার মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামি রয়েছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত কোন দিক নির্দেশনা দেয়নি। নির্দেশনা পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ