গাজীপুরের বোর্ডবাজার এলাকায় সকাল ৯টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা।
শ্রমিকরা বলছেন, সরকার ও মালিক শ্রমিক নেতাদের কথামতো দীর্ঘ একমাস যাবৎ গাড়ি না চালিয়ে বাসায় বসে আছি। ঘরে খাবার নাই, ঘরভাড়া ও দোকান বাকি হয়েছে তাও পরিশোধ করা সম্ভব হচ্ছে না। সরকার কিংবা পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের কোন রকম সহযোগিতা পাইনি। বিশেষ করে এতোদিন যাবৎ শ্রমিক কল্যাণ ফান্ডের নামে প্রতিদিন যে চাঁদা দিয়ে আসছে সেই ফান্ড থেকেও কোন সহযোগিতা পাওয়া যায়নি। উপায় না দেখে আজ তারা আন্দেলনের পথ বেছে নিয়েছেন।
সড়ক অবরোধের কারণে রাস্তায় চলাচলকারী সকল যানবাহন বন্ধ হয়ে যায়। শ্রমিকরা বলছেন, আমরা আমাদের পরিচয়পত্র আমাদের শ্রমিক সংগঠনে আরও আগেই জমা দিয়েছি। কিন্তু আজ পর্যন্ত কারও কাছ থেকে কোন প্রকার সহযোগিতা পাইনি। তাই বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে।
দুপুর ২টার দিকে গাজীপুর পরিবহন শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান আহমেদ সরকারের সহযোগিতার আশ্বাসে ৫ ঘণ্টা পর শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
বিডি প্রতিদিন/ফারজানা