দিনাজপুর অঞ্চলের করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্তের কার্যক্রম এম আব্দুর রহিম মেডিকেল কলেজে চালু হয়েছে। রবিবার দুপুরে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্তের কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এই পলিমার চেইন রিএ্যাকশন (আর টি-পি সি আর) ল্যাব স্থাপন করায় প্রতিদিন ৯৪টি ও ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হবে।
এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিবেস সরকার বলেন, ল্যাবে যারা কাজ করবেন তাদের ব্যক্তিগত সুরক্ষার সরঞ্জাম পর্যাপ্ত রয়েছে এবং তাদের দেওয়া হয়েছে। এখানে প্রতিদিন ৯৪টি ও ২৪ ঘন্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা যাবে।
এসময় এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিবেস সরকার, সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস, দিনাজপুর সদর উপজেলা পরিষদের নিবাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সহযোগি অধ্যাপক ডা. নুরুজ্জামান, বিএমএর সভাপতি ডা. ওয়ারেস আলী সরকার, সাধারন সম্পাদক ডা. বিকে বোস, শিশু বিশেষজ্ঞ ডা. মশিউর রহমানসহ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে একই দিন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুর-এ করোনা ভাইরাস মোকাবেলায় স্মার্ট জীবাণুনাশক টানেলের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
বিডি প্রতিদিন/হিমেল