বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত আদমদিঘি উপজেলার এক পুলিশ কনস্টেবল (২৯) সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে দুইজন করোনায় সুস্থ হলেন। বাড়ি ফিরলেও নিয়ম অনুযায়ি দুই জনকেই ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বগুড়ায় এখন ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্য বিভাগ থেকে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে বগুড়া আইসোলেশন কেন্দ্রে রয়েছেন ৭ জন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান জানান, আদমদিঘির পুলিশ কনস্টেবল সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন শনিবার। তার পুনরায় টেস্ট করার পর নেগেটিভ আসলে তাকে ছাড়পত্র দেওয়া হয় ১৪ দিনের কোয়ারেন্টাইন থাকার শর্তে। এর আগে শুক্রবার বগুড়া থেকে রংপুরের শাহ আলম নামের এক শ্রমিক করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
বিডি প্রতিদিন/আল আমীন